শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

চেতনানাশক ওষুধে একই পরিবারের ৩ জন অসুস্থ

কালিগঞ্জ (সাতক্ষীরা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ জানুয়ারি, ২০২২, ১২:০৬ এএম

শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুরে ভাতের সাথে চেতনানাশক ওষুধ খেয়ে একই পরিবারের ৩ জন অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনা ও পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার বুড়িগোয়ালিনী কলবাড়ি গ্রামের মো. আকবর আলী সরদার এর পুত্র মো. খলিলুর রহমান উপজেলার বংশীপুরে পরিবার নিয়ে বসবাস করে। গত বৃহস্পতিবার রাতে মো. খলিলুর রহমান (৩৫), স্ত্রী আসমা খাতুন (২৫) ও পুত্র তাহমিদ রহমান রিফাত (৮) রাতের খাবার (ভাত) খেয়ে ঘুমিয়ে পড়ে।

সকালে ঘুম থেকে না উঠলে প্রতিবেশীরা ডাকাডাকির এক পর্যায়ে কোন সাড়া শব্দ না পেয়ে ঘরে প্রবেশ করে তাদেরকে অচেতন অবস্থায় দেখতে পায়। তারা তাদেরকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে এবং তারা সেখানে চিকিৎসাধীন।

কিছুটা সুস্থ হওয়ার পর খলিলুর রহমান জানান, শত্রুতাবসন্ত হয়তো কেউ আমাদের রাতের (ভাত) খাবারের সাথে চেতনানাশক ওষুধ মিশিয়েছে। বুঝতে পারিনি, আমরা রাতে খেয়ে ঘুমিয়ে পড়েছি। সকালে জেগে দেখি আমরা সবাই হাসপাতালে। বাড়িতে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সেটা বাড়ি না গেলে বলতে পারব না।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন