শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

ঝিনাইদহে কুকুরের উৎপাত

ঝিনাইদহ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

কুকুরের শহর এখন ঝিনাইদহ। যত্রতত্র কুকুরের আনোগোনায় পথচলা মুশকিল। কুকুরের প্রজনন সময় ঘনিয়ে আসার সাথে সাথে ঝিনাইদহ শহরসহ জেলাব্যাপী তাদের আনাগোনা বেড়ে যায়। উচ্চ আদালত থেকে কুকুর নিধনে নিষেধাজ্ঞা থাকায় পথচারীরা সমস্যায় পড়েছে। ফলে ঝিনাইদহ পৌরসভাও কুকুর নিধন করতে পারছে না। খোঁজ নিয়ে জানা গেছে, কুকুরের কামড়ে মানুষ অহরহ আহত হচ্ছে। ঝিনাইদহ সদর হাসপাতালে গত দুই মাসে দেড় শতাধীক কুকুরে কামড়ানো রোগী চিকিৎসা নিয়েছেন। প্রতিদিন এ সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বলে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: অপূর্ব কুমার জানান।

এ ছাড়া গ্রামের মানুষ খাপড়া পড়া পানি পড়াসহ কবিরাজী ওষুধ সেবন করছে। তথ্য নিয়ে জানা গেছে ঝিনাইদহ শহর ছাড়াও জেলার প্রতিটি গ্রামে অস্যংখ কুকুর রয়েছে। এই কুকুরের বন্ধ্যাকরণ বা জলাতঙ্ক প্রতিরোধক ইনজেকশন দেয়ার কথা থাকলেও সরকারিভাবে কোনো উদ্যোগ পরিলক্ষিত হচ্ছে না। পৌরসভা বা ইউনিয়ন পরিষদেও কোনো প্রতিশোধক নেই। বিষয়টি নিয়ে ঝিনাইদহ পৌরসভার সচিব মোস্তাক আহম্মেদ মিল্টন জানান, শহরে যে হারে কুকুরের উপদ্রব বৃদ্ধি পেয়েছে তাতে মানুষ প্রতিনিয়ত আমাদের কাছে অভিযোগ নিয়ে আসছে। কিন্তু কুকুর নিধনে উচ্চ আদালতের নির্দেশনা থাকায় আমরা কিছুই করতে পারছি না। অন্যদিকে কুকুর বন্ধ্যাকরণ পদ্ধতি বা জলাতঙ্ক প্রতিরোধক ইনজেকশনও আমরা পাচ্ছি না। সব মিলিয়ে আমরা বিপদে আছি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন