রোববার, ০৭ জুলাই ২০২৪, ২৩ আষাঢ় ১৪৩১, ৩০ যিলহজ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

শেখ হাসিনা বিশ্বনেত্রী হিসেবে স্বীকৃতি পেয়েছেন

প্রেসক্লাবে মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী

স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ২৯ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, শেখ হাসিনা সর্বস্তরে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে সাহসিকতার সঙ্গে কাজ করছেণ। দেশের উন্নয়ন অগ্রগতি ও মানুষের অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে যে কর্মসূচী দিয়েছেন তা বিশ্বব্যাপি প্রশংসিত হয়েছে। শেখ হাসিনা আজ নিজ গুণে বিশ্বনেত্রী হিসেবে স্বীকৃতি পেয়েছে। তার গুণাবলী নতুন প্রজন্মসহ সকলের অনুসরণ করা উচিত।
গতকাল রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের আয়োজনে প্রধানমন্ত্রীর ৭২তম জন্মদিন উপলক্ষে ‘জননেত্রী শেখ হাসিনা ও মানবতা’ শীর্ষক এক আলোচনায় তিনি এ কথা বলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি গণি মিয়া বাবুল। আরো উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের চীফ হুইপ আ স ম ফিরোজ, কৃষি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল, ইসমত কাদির গামা, ছাত্রলীগের সাবেক সভাপতি বাহাদুর বেপারী।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন