শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

মির্জাপুরের ৮ ইউনিয়নে বিএনপির মনোয়ন পেলেন যারা

প্রকাশের সময় : ২৬ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

মির্জাপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ৮ ইউনিয়নের বিএনপির দলীয় চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। গত শনিবার বিকেলে মির্জাপুর পৌর কমিউনিটি সেন্টারে উপজেলা বিএনপির সভাপতি সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন। এ সময় উপজেলা বিএনপিসাধারণ সম্পাদক তারিকুল ইসলাম নয়া, সহ-সভাপতি আব্দুল কাদের সিকদার, যুগ্ম সম্পাদক নূরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ফরিদসহ উপজেলা বিএনপি, শ্রমিক দল, যুবদল, মহিলা দল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জানা গেছে, ১৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে মির্জাপুর উপজেলা গঠিত। ২৮ মে পঞ্চম ধাপে এ উপজেলার ৮টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। সময় শেষ না হওয়ায় বাকি ৬টি ইউনিয়নে এখনি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না। ৮ ইউনিয়নে বিএনপির মনোনীত প্রার্থীরা হলেন মহেড়া ইউনিয়নে ইউনিয়ন বিএনপির সভাপতি আলী হোসেন খান খোকন, জামুর্কী ইউনিয়নে পরপর তিনবার নির্বাচিত বর্তমান চেয়ারম্যান উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আলী এজাজ খান চৌধুরী রুবেল, ভাতগ্রাম ইউনিয়নে সাবেক চেয়ারম্যান সদ্য বিএনপিতে যোগদানকারী বরকত উল্লাহ সরকার, গোড়াই ইউনিয়নে উপজেলা বিএনপিসাধারণ সম্পাদক বর্তমান চেয়ারম্যান (বহিষ্কৃৃত) তারিকুল ইসলাম নয়া, আনাইতারা ইউনিয়নে সাবেক চেয়ারম্যান উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো. বাবুল হোসেন বকশী, বাঁশতৈল ইউনিয়নে সাবেক চেয়ারম্যান সোহরাব হোসেন সিকদার, বানাইল ইউনিয়নে ইউনিয়ন বিএনপিসাধারণ সম্পাদক হাসান উদ্দিন লিটন, উয়ার্শী ইউনিয়নে থানা বিএনপির সদস্য সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম আজাদ। এ ব্যাপারে উপজেলা বিএনপির সভাপতি সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেন, গত বৃহস্পতিবার থেকে ৮ ইউনিয়নে দলের একাধিক মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে ধারাবাহিক বৈঠক করা হয়েছে। তৃণমূল নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে দলের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হলো। তবে এই নামের তালিকা দলের কেন্দ্রীয় কমিটির নিকট পাঠানো হবে বলে তিনি উল্লেখ করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন