শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

মাদার নদীর বেড়িবাঁধ সংস্কারের দাবি

প্রকাশের সময় : ২৬ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা থেকে
সাতক্ষীরার শ্যামনগরে মাদার নদীর বেড়িবাঁধ সংস্কারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় উপজেলার রমজাননগর ইউনিয়নের ভেটখালী শেখ বাড়ি বেড়িবাঁধের উপর শ্যামনগর উপজেলা জনসংগঠন সমন্বয় কমিটি ও সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিম এই মানববন্ধনের আয়োজন করে। এতে উপজেলা জনসংগঠন সমন্বয় কমিটির সভাপতি কৃষক সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিমের সভাপতি মারুফ হোসেন মিলনের পরিচালনায় বক্তব্য রাখেন- রমজাননগর ইউপি সদস্য আব্দুল হামিদ লাল্টু, শিক্ষক আব্দুল করিম, আব্দুর রউফ, শেখ আব্দুল আলীম, উপজেলা জনসংগঠন সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক কুমুদ রঞ্জন গায়েন, সাংবাদিক আফজালুর রহমান, সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিমের সাধারণ সম্পাদক আল ইমরান প্রমুখ। বক্তারা অভিযোগ করে বলেন, ভাঙনের বিষয়টি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের জানালেও তারা কর্ণপাত করছে না। বলছে, বরাদ্দ আসলে কাজ হবে। বক্তারা আগামী বর্ষা মৌসুমের আগেই মাদার নদীর ভাঙন কবলিত বেড়িবাধ সংস্কারের দাবি জানান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন