শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

শিশুর রহস্যজনক মৃত্যু

প্রকাশের সময় : ২৬ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

আমতলী (বরগুনা) উপজেলা সংবাদদাতা
বরগুনার তালতলী উপজেলার পচাকোড়ালিয়া বাজারের মালয়েশিয়া প্রবাসী মোঃ সেফাজ উদ্দিন খানের পঞ্চম শ্রেণীতে পড়–য়া শিশুকন্যা সুমাইয়ার রহস্যজনক মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পচাকোড়ালিয়া বাজারের মালয়েশিয়া প্রবাসী মো. সেফাজ উদ্দিন খানের মেয়ে চরকগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী সুমাইয়া ঘটনার দিন সকালে ওই বাজারের জামে মসজিদে আরবি পড়া শেষে বাড়ি আসে। সকাল সাড়ে ৯টার দিকে মেয়ের মা রাশিদা বেগম ঘর থেকে মেয়েকে কোলে তুলে পার্শ্ববর্তী তোফাজ্জেল মৃধা ও কবির খানের কাছে নিয়ে যায় এবং বলে ঘরের খাট থেকে পড়ে অজ্ঞান হয়ে পড়েছে। তাৎক্ষণিক আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাপস চন্দ্র ম-ল শিশুকন্যার মৃত্যু ঘোষণা করেন। আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী চিকিৎসক গৌরাঙ্গ হাজরা জানান, শিশুর গলায় আঘাতের চিহ্ন রয়েছে। এদিকে মেয়ের চাচা শুক্কুর আলী খান ও জসিম উদ্দিন টিপু দাবি করেন শিশু সুমাইয়াকে ওর মা রাশিদা বেগম পরিকল্পিতভাবে হত্যা করেছে। তারা আরও জানান, হত্যাকা-কে ধামাচাপা দেয়ার জন্য গলায় ফাঁস নাটক সাজিয়েছে। তালতলী থানার উপ-পরিদর্শক মো. মনিরুল ইসলাম জানান, ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত করেছি। ময়নাতদন্ত ছাড়া সঠিকভাবে বলা যাবে না হত্যা না আত্মহত্যা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন