কালকিনি (মাদারীপুর) উপজেলা সংবাদদাতা
ইউপি নির্বাচনে কালকিনি উপজেলার সিডিখান ইউনিয়নে চরদৌলত খান মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে চালতাতলা ব্রিজ পর্যন্ত এক কিলোমিটার রাস্তায় নৌকা প্রতীকের পোস্টার ছিঁড়ে ফেলার প্রতিবাদে ফুঁসে উঠেছে গ্রামবাসী। তারা এ ঘটনার প্রতিবাদে গত রোববার বিকেলে চরদৌলত খান মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে বিক্ষোভ মিছিল প্রদর্শন করে। প্রতিবাদকারীরা জানায়, নির্বাচনে সিডিখান ইউনিয়নে আ.লীগের মনোনয়ন পান সিডিখান ইউনিয়ন আ.লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান চান মিয়া সিকদার। কিন্তু এতে মনোনয়ন বঞ্চিত সাবেক ইউপি চেয়ারম্যান আঃ মন্নান সরদার আ.লীগের বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর রাতের আঁধারে ইষার্ন্বিত হয়ে আঃ মন্নান সরদারের সমর্থকরাই নৌকা প্রতীকের পোস্টার ছিঁড়ে ফেলেছে। তাই এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে তারা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন