শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

রাতের আঁধারে মন্ত্রীর বাড়ির সামনে দোকান ভাংচুর, বিচার চেয়ে ব্যবসায়ীর মানববন্ধন

লক্ষ্মীপুর আঞ্চলিক অফিস | প্রকাশের সময় : ৩০ সেপ্টেম্বর, ২০১৮, ৪:০০ পিএম

লক্ষ্মীপুরে মেঘা কালেকশান নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানে রাতের আঁধারে ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবী ওই ব্যবসায়ী আবুল হোসেন বাবলুর । রবিবার (৩০ সেপ্টেম্বর) ভোররাতে শহরের মুক্তিযোদ্ধা মার্কেটস্থ পর্যটনমন্ত্রী শাহজাহান কামাল এমিপ’র নিজ বাড়ির সামনের ওই ব্যবসা প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে। এদিকে এ ঘটনার সুষ্ঠ বিচার চেয়ে এবং জেলা পরিষদের বরাদ্ধকৃত দোকান অবৈধ ভাবে উচ্ছেদের প্রতিবাদে (রবিবার) দুপুরে মানববন্ধন করেছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও তাদের পরিবারের সদস্যরা। মানববন্ধনে উপস্থিত ছিলেন, আবু তাহের, ক্ষতিগ্রস্থ ব্যবসায়া প্রতিষ্ঠানের স্বত্তাধিকারী আবুল হোসেন বাবলু, আলাউদ্দিন, ডাঃ পরাজিত ও বাবুলসহ বাজারের ব্যবসায়ীবৃন্দ।
মানববন্ধনে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, বাজারে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী এ কে এম শাহজান কামাল (এমপি)’র বাস ভবন নির্মাণ করা হয়। মন্ত্রীর বাসভবনের রাস্তা প্রসস্ত করণের স্বার্থে ছাত্রলীগের নেতাকর্মীদের ব্যবহার করে রাতে আধাঁরে অবৈধ ভাবে এ দোকানঘর ভাংচুর ও লুটপাট করানো হয়। এঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রশাসনের কাছে সুষ্ঠ বিচার দাবী করেন ব্যবসায়ীরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন