শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

কোটালীপাড়ায় জাল টাকাসহ গ্রেফতার ১

প্রকাশের সময় : ২৬ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

কোটালীপাড়া (গোপালগঞ্জ) উপজেলা সংবাদদাতা
গোপালগঞ্জের কোটালীপাড়ায় জাল টাকাসহ এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গত রোববার সন্ধ্যার পরে উপজেলার উত্তরপাড়া বুজোর্গকোণা বাজারে আটাশীবাড়ী গ্রামের কিবরিয়া খন্দকারের ছেলে আকরাম খন্দকার (১৮) টাকা নিয়ে বিকাশ ব্যবসায়ী জিয়া তালুকদারের দোকানে গেলে টাকাগুলো জাল সন্দেহে তাকে আটক করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে এ সময় তার কাছ থেকে ১ হাজার টাকার ১২টি নোট উদ্ধার করা হয়। স্থানীয়রা জানায়, এর সাথে তার ভাই ইমরান খন্দকার ও মামা জাহিদুল তালুকদার জড়িত রয়েছে। কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ জানান, জাল টাকা বহন করার অপরাধে আকরাম নামের এক যুবককে স্থানীয়রা আটক করে পুলিশে দিয়েছে। এ ব্যাপারে কোটালীপাড়া থানায় একটি মামলা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন