শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

পাকুন্দিয়ায় বিনামূল্যে সার ও বীজ বিতরণ

প্রকাশের সময় : ২৬ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) উপজেলা সংবাদদাতা
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় আউশ ধান চাষে ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের উৎসাহিত করার লক্ষ্যে ভর্তুকি প্রদান কার্যক্রম শুরু হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মধ্যে সরকার প্রদত্ত ভর্তুকি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রম উদ্বোধন করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. শফিকুল ইসলাম। উপজেলা কৃষি অফিসার মুহাম্মদ লিয়াকত হোসেন খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক পরিতোষ চন্দ্র দাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কবির উদ্দীন। উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. মোশারফ হোসেনের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের যুগ্ম আহ্বায়ক মো. মোতায়েম হোসেন স্বপন, পাকুন্দিয়া প্রেসক্লাবের সভাপতি এম এ রশীদ ভূঁইয়া, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম রেনু ও কৃষক নেতা মোস্তাফিজুর রহমান বাবলু। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ উপজেলায় ১২৬০ জন প্রান্তিক চাষি ও নেরিকা ধানের জন্য ১৭৫ জন চাষিকে বাছাই করা হয়েছে। প্রতি চাষিকে ২০ কেজি ইউরিয়া, ১০ কেজি ডিএপি, ১০ কেজি পটাশ সার এবং প্রান্তিক চাষির জন্য ৫ কেজি বীজ ও নেরিকা ধান চাষির জন্য ১০ কেজি বীজ প্রদান করা হয়। সেচ সহায়তার জন্য তাদের নিজস্ব ব্যাংক হিসাবে প্রান্তিক চাষির জন্য ৪০০ টাকা ও নেরিকা ধান চাষির জন্য ৮০০ টাকা করে ভর্তুকি দেয়া হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন