শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

অগ্নিকান্ডে ১৪ লক্ষাধিক টাকার ক্ষতি

প্রকাশের সময় : ২৬ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) উপজেলা সংবাদদাতা
চৈত্র-বৈশাখ মাসের প্রচন্ড খড়ায় জেলার রাণীশংকৈল, হরিপুর উপজেলাসহ অন্যান্য উপজেলা অগ্নিকা-ে প্রায় ১৪ লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১১টায় রাণীশংকৈল উপজেলার আলসিয়া গ্রামের যোহাক নামক ব্যক্তির ৭টি টিনের ঘর পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত যোহাক জানান, আগুনের সূত্রপাত হয় রান্নাঘর থেকে। আগুনে পুড়ে তার প্রায় ৪ লাখ টাকার মালামাল ভস্মীভূত হয়ে গেছে। একই উপজেলার ক্ষুদ্র বাশবাড়ী গ্রামের নজরুলের রান্নাঘর আগ্নিকা-ে পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। একই দিনে হরিপুর উপজেলার কাঠালডাঙ্গী-ভাতুরিয়া এলাকায় একটি গ্রাম আগুনে পুড়ে ছাই। ক্ষতিগ্রস্তরা হলেন, জয়নদ্দীন, দুলাল, শাহিরুল, মোকি, আশরাফ, সামাদ, মুসলিমউদ্দিনসহ আরো কয়েকজনের কমপক্ষে ২০টি বাড়ী পড়ে ছাই। তারা জানান, আগুনে পুড়ে তাদের প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনের সূত্রপাত রান্নাঘর থেকে। দমকল বাহিনীর ইনচার্জ দোলোয়ার হোসেন জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রেণে আনতে সক্ষম হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন