চট্টগ্রাম বিএনপি লালদীঘি ময়দানে আগামী বৃহস্পতিবার ডাকা সমাবেশের অনুমতি পায়নি গতকাল (রোববার) শেষ খবর পাওয়া পর্যন্ত। তবে মহানগর বিএনপি নেতারা পুলিশ প্রশাসনের অনুমতির জন্য অপেক্ষা করছেন বলে জানান।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার করামুক্তি, নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে আগামী ৪ অক্টোবর বৃহস্পতিবার নগরীর লালদীঘি ময়দানে জনসভা করতে চায় চট্টগ্রাম নগর বিএনপি। দলীয় সূত্র জানায়, গতকাল (শনিবার) সিএমপির লালদীঘি ময়দানে সমাবেশের অনুমতি চাওয়া হয়। তবে সাড়া মেলেনি। পুলিশ কর্তৃপক্ষ দলীয় কার্যালয়ে সমাবেশ করতে বলেছে। তবে বিএনপি এখনও লালদীঘির অনুমতির জন্য অপেক্ষায় রয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন