মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

গাজীপুরে মাদক সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী মতবিনিময় সভা

গাজীপুর জেলা সংবাদদাতা: | প্রকাশের সময় : ২ অক্টোবর, ২০১৮, ১২:০৩ এএম

গাজীপুর মহানগরীর গাছা এলাকায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, চুরি, ডাকাতি ও জঙ্গিবাদ প্রতিরোধকল্পে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে মহানগরীর বোর্ডবাজারে সিটি করপোরেশনের ২নং অঞ্চলের কার্যালয় চত্বরে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পূবাইল জোনের সহকারী কমিশনার মোঃ আহসানুল হক। স্থানীয় ৩৫নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন মন্ডলের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন গাজীপুরের সাবেক সিভিল সার্জন ডা. মো. হাফিজুর রহমান খান, গাছা থানার ওসি মো. ইসমাইল হোসেন, প্রকৌশলী মমতাজ উদ্দিন মোল্লা, মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, প্রকৌশলী মো. আব্দুল হাই, শিল্পপতি মো. আফজালুর রহমান খান, প্রমুখ। সভায় এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। সভায় ৩৫নং ওয়ার্ডের মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ নির্মূল ও অসামাজিক কার্যকলাপ প্রতিরোধে সকলকে এগিয়ে আসার অনুরোধ জানানো হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন