আনোয়ারা উপজেলার অন্তর্ভুক্ত এক সময়ের সিঙ্গাপুর খ্যাত গহিরা গ্রামের অবস্থান ভৌগোলিক ও প্রাকৃতিক দিক দিয়ে অতুলনীয়। সাগর ও নদীবেষ্টিত অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য যে কারও নজর কাড়ে। শিক্ষা-দীক্ষায়ও পিছিয়ে নেই এই গ্রামের মানুষ। কিন্তু অবকাঠামোগত দিক দিয়ে এই গ্রামকে কখনও তেমন একটা উন্নত অবস্থায় দেখা যায়নি। আজ শিকড়ের টানে ও শিকড় রক্ষার উদ্দেশ্যে গহিরা তথা ৩নং রায়পুর ইউনিয়নের উন্নয়ন কর্মকাণ্ডকে ঘিরে যেসব দুর্নীতি হচ্ছে, সর্বনাশা ইয়াবার ছোবলে নতুন প্রজন্ম ধ্বংস হয়ে যাচ্ছে। এই ইয়াবার ছড়াছড়ি ও সহজ লভ্যতার কারণে নতুন প্রজন্ম পড়াশোনাসহ সবকিছু থেকে পিছিয়ে পড়ছে। জড়িয়ে পড়ছে মাদক বিক্রি ও বাহকের কাজে এবং সেই সঙ্গে সমাজবিধ্বংসী নানা অপকর্মে। এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষকে অনুরোধ করছি।
অ্যাডভোকেট মোহাম্মদ আবু জাসেদ
গাজীপুর।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন