নগরীর নূর আহমদ সড়ক থেকে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি নেতা অধ্যাপক কুতুব উদ্দিন চৌধুরীসহ ১৫ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল (বুধবার) বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয় চত্বরের সমাবেশে যোগ দিতে আসার পথে পুলিশ তাদের গ্রেফতার করে। কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসিন দাবি করেছেন, তারা সমাবেশের নামে বিশৃঙ্খলা করছিল। পুলিশ বাধা দিতেই তারা পুলিশের উপর হামলা করে। এ কারণে পুলিশ তাদের গ্রেফতার করেছে।
তবে জেলা বিএনপি নেতারা বলছেন, দলীয় কার্যালয়ের সমাবেশে যোগ দিতেই নেতাকর্মীরা কাজির দেউড়ি থেকে হেঁটেই আসছিল। এ সময় নূর আহমদ সড়কে পুলিশ তাদের ঘেরাও করে ধরে নিয়ে যায়। পুলিশের উপর কোন হামলা বা বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি। উল্লেখ্য, নগরী এবং জেলায় বিএনপির বিরুদ্ধে গায়েবি মামলা হচ্ছে। গত কয়েকদিনে শুধু মহানগরীতেই মামলা হয়েছে ২৬টি। এসব মামলায় দেড় শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেন নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন