শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

রাজধানীতে মাদকবিরোধী অভিযান ১৫৯ কেজি গাঁজাসহ গ্রেফতার ৭৫

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৪ অক্টোবর, ২০১৮, ১২:০১ এএম

রাজধানীতে পৃথক মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মাদক সেবন ও বিক্রির অভিযোগে ১৫৯ কেজি গাঁজাসহ ৭৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। গত মঙ্গলবার সকাল ৬টা থেকে গতকাল সকাল ৬টা পর্যন্ত এ অভিযান চলে।
ডিএমপির ডিসি (মিডিয়া) মাসুদুর রহমান বলেন, বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে।
এ সময় তাদের কাছ থকে ১ হাজার ৪৯ পিস ইয়াবা ট্যাবলেট, ৩৭৭ গ্রাম ২ হাজার ৩৪৬ পুরিয়া হেরোইন, ১৫৯ কেজি ৪৫০ গ্রাম গাঁজাসহ গাঁজা বহনের একটি ট্রাক, ৩শ’ লিটার দেশী মদ ও ৪৪ কেজি খাত উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৪২টি মামলা করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন