বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

মেসি নৈপুণ্যে টটেনহামকে উড়িয়ে দিল বার্সা

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৪ অক্টোবর, ২০১৮, ১০:৪৮ এএম

আবারও চেনা ছন্দে লিওনেল মেসি। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত পায়ে ফোটালেন ফুটবলের শৈল্পিক ফুল। নিজে করলেন জোড়া গোল। পাশাপাশি সতীর্থদের গোলেও অবদান রাখলেন। তাতে উড়ে গেল টটেনহাম। চ্যাম্পিয়নস লিগে স্পার্সদের ৪-২ গোলে হারিয়েছে বার্সেলোনা।

বুধবার লন্ডনের ওয়েম্বলিতে আতিথ্য গ্রহণ করে বার্সা। শুরুটা হয় দাপুটে। টটেনহাম গোলরক্ষকের মারাত্মক ভুলে ৯২ সেকেন্ডে গোল পেয়ে যান কাতালানরা। মেসির বাড়ানো বল ধরে বাঁ দিক দিয়ে ডি-বক্সে ঢুকে যান জর্ডি আলবা। তাকে ঠেকাতে ছুটে যান হুগো লরিস। এতে গোলপোস্ট ফাঁকা হয়ে যায়। দ্রুত ডান দিকে ফিলিপে কুতিনহোকে পাস দেন আলবা। তা থেকে গোল করতে ভুল করেননি ব্রাজিলিয়ান মিডফিল্ডার।

পিছিয়ে পড়ে আক্রমণের গতি বাড়ায় টটেনহাম। এতে ঘটে হিতে বিপরীত। খেলা ওপেন হয়ে যায়। ফলে ফের গোল পেয়ে যায় বার্সা। ২৮ মিনিটে দারুণ ভলিতে ব্যবধান দ্বিগুণ করেন ইভান রাকিটিচ। এতেও ছিল মেসির ছোঁয়া। প্রথমার্ধে টটেনহাম একমাত্র সুযোগটি পায় ৩৩ মিনিটে। সন হিউং মিনের বজ্রগতির শট একজনের পায়ে লেগে দিক পাল্টে জালে জড়াতে যায়। ঝাঁপিয়ে ঠেকান গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগেন।

দ্বিতীয়ার্ধে ব্যবধান কমাতে মরিয়া হয়ে ওঠে টটেনহাম। সাফল্যের মুখও দেখে। ৫২ মিনিটে দারুণ নৈপুণ্যে ব্যবধান কমান হ্যারি কেইন। বাঁ দিক দিয়ে ডি-বক্সে ঢুকে রক্ষণসেনা নেলসন সেমেদোকে এক ঝটকায় ফেলে দিয়ে ডান পায়ের বিদ্যুৎগতির শটে নিশানাভেদ করেন তিনি।

তবে টটেনহামের সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৫৬ মিনিটে আলবাকে বায়ে পাস দিয়ে দ্রুত ডি-বক্সে ঢুকে যান মেসি। ফিরতি বল পেয়ে পোস্ট ঘেঁষে লক্ষ্যভেদ করেন ছোট ম্যাজিসিয়ান। এর পর প্রতি আক্রমণে ওঠে টটেনহাম। ফের গোল পেয়ে যায় স্বাগতিকরা। ৬৬ মিনিটে ব্যবধান কমান এরিক লামেলা। এতে রোমাঞ্চকর শেষের আভাস দেয় ম্যাচ।

তবে শেষ পর্যন্ত তা আলোর মুখ দেখেনি। নির্ধারিত সময়ের অন্তিম মুহূর্তে ব্যবধান আরও বাড়িয়ে সব অনিশ্চিয়তার ইতি টানেন মেসি। লুইস সুয়ারেজের বাড়ানো বল ডি-বক্সে ধরে বাঁ পায়ের জোরালো শটে গোলরক্ষককে পরাস্ত করেন বার্সা অধিনায়ক। এবারের আসরে এটি তার পঞ্চম গোল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন