শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

ইসলামী আন্দোলনের মহাসমাবেশ শুক্রবার

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৪ অক্টোবর, ২০১৮, ৪:২২ পিএম

দুর্নীতি, দুঃশাসন, সন্ত্রাস ও মাদকমুক্ত কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের দাবিতে শুক্রবার বাদ জুম’আ, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলনের মহাসমাবেশ। এ লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মহাসমাবেশে দলের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই সভাপতিত্ব করবেন। এছাড়াও জাতীয় নেতৃবৃন্দ, উলামা-মাশায়েখ, দীনদার বুদ্ধিজীবগণ বক্তব্য রাখবেন। মহাসমাবেশে যোগদানের জন্য সারাদেশ থেকে বাস, ট্রাক, মাইক্রো, লঞ্চ, ট্রেনসহ বিভিন্ন যানবাহনে নেতাকর্মীরা গতকাল রওয়ানা হয়েছেন বলে জানা গেছে। দূরদুরান্ত থেকে অনেকেই গতরাতে রাজধানীতে পৌঁছেছেন।

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য ইসলামী আন্দোলনের জাতীয় মহাসমাবেশ সফলের আহ্বান জানিয়েছেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি আল্লামা নরুল হুদা ফয়েজী, সেক্রেটারী জেনারেল মাওলানা গাজী আতাউর রহমান, ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক আশরাফ আলী আকন প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন