শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

ইদলিবে প্রয়োজন নেই বড় ধরনের অভিযানের : পুতিন

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৫ অক্টোবর, ২০১৮, ১২:০৪ এএম

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, জঙ্গি অধ্যুষিত সিরিয়ার ইদলিব প্রদেশে একটি বেসামরিক অঞ্চল প্রতিষ্ঠার ব্যাপারে তুরস্কের সঙ্গে তার দেশের যৌথ পরিকল্পনা ঠিকমতো কাজ করছে। কাজেই ওই অঞ্চলে বড় ধরনের সামরিক অভিযানের প্রয়োজন নেই। তিনি বুধবার মস্কোয় একথা জানান। পুতিন বলেন, ‘আমি সর্বান্তকরণে বিশ্বাস করি আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারব’। গতমাসে রাশিয়ার কৃষ্ণসাগর তীরবর্তী সোচি শহরে পুতিন ও তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান সিরিয়ার ইদলিবের ব্যাপারে একটি সমঝোতায় পৌঁছেন। সমঝোতা অনুযায়ী সিরিয়ার ইদলিবে ইউ-আকৃতির একটি বাফার জোন প্রতিষ্ঠা করা হবে যার ভেতরে কোনো সন্ত্রাসী বা ভারী অস্ত্র থাকবে না। সমঝোতা অনুযায়ী সন্ত্রাসীদেরকে অক্টোবরের মাঝামাঝি সময়ের মধ্যে বাফার জোন ত্যাগ করতে হবে। এ ছাড়ার বাফার জোনের সীমান্তবর্তী এলাকায় যাতে তৃতীয় কোনো পক্ষ নাশকতামূলক তৎপরতা চালাতে না পরে সেজন্য রাশিয়া ও তুরস্কের যৌথ সামরিক টহল থাকবে। তাস।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন