শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ শুরু ৭ অক্টোবর

অর্থনৈতিক রিপোর্টার : | প্রকাশের সময় : ৫ অক্টোবর, ২০১৮, ১২:০২ এএম

বাংলাদেশের পুঁজিবাজার সম্পর্কে বিশ্ববাসীকে অবগত করতে ৭ থেকে ১১ অক্টোবর পর্যন্ত সপ্তাহব্যাপী ‘বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ’ উদযাপন করবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গতকাল রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি মাল্টিপরপাস হলে এক সংবাদ সম্মেলন এ তথ্য জানায় বিএসইসি।
সংবাদ সম্মেলনে জানান হয়, আগামী ৭ অক্টোবর ‘বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ’ উদ্বোধন করা হবে। অনুষ্ঠানের ৭ অক্টোবর রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন অব বাংলাদেশের অডিটরিয়ামে সকাল ১০টায় উদ্বোধনী অনুষ্ঠান এবং বিনিয়োগ শিক্ষার গুরুত্ব ও বিনিয়োগকারীর সুরক্ষা শীর্ষক কনফারেন্স অনুষ্ঠিত হবে। পরদিন ৮ অক্টোবর সকাল সাড়ে ১১টায় ধানমন্ডির ইউনির্ভাসিটি অব লিবারেল আর্টসে বিনিয়োগ শিক্ষা ও বিনিয়োগকারীদের সুরক্ষা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। আয়োজন করবে সেন্ট্রাল ডিপোজিটরি অফ বাংলাদেশ (সিডিবিএল)।
৯ অক্টোবর ‘বিনিয়োগ শিক্ষা ও বিনিয়োগকারীদের সুরক্ষায় ডিএসইর ভূমিকা’ শীর্ষক সেমিনার করবে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। রাজধানীর কাকরাইলে অবস্থিত আইডিইবি ভবনে। এরপর ১০ অক্টোবর চট্টগ্রামে অবস্থিত চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সেমিনার করবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন