শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

পাঁচবিবিতে লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্থ

প্রকাশের সময় : ২৭ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

পাঁচবিবি (জয়পুরহাট) উপজেলা সংবাদদাতা

দিবারাত্রিতে লোডশেডিং চলে ৮/১০ ঘণ্টা। এইচএসসি পরীক্ষার্থীরা লেখাপড়ায় মন বসাতে পারছে না। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার গ্রামাঞ্চলে বৈশাখে তাপদাহে এমনিত জনজীবন বিপর্যস্থ আর উপড়ে ৮ থেকে ১০ ঘণ্টা চলে লোডশেডিং শিক্ষার্থীরা অতিষ্ঠ। দীর্ঘ খড়া আর বৈশাখের নিষ্ঠুর তাপদাহ। অসহনীয় গরম একটু শান্তির জন্য বিদ্যুতের পাখার নিচে বসলেও মাঝে মাঝেই লোডশেডিং বিরক্ত হয়ে একটু স্বস্তির জন্য প্রখর রোদে গাছ তলা, বাঁশঝার কে বেছে নিলেও তাপদাহে সেখানেও স্বস্তি নেই। বিশেষ করে এইচএসসি পরীক্ষার্থীরা পড়েছে চরম বিপাকে। তীব্র তাপদাহ আর মশার কামড়ে পড়াশোনায় মন বসাতে পারছে না। লোডশেডিংয়ের কারণ জানতে চাইলে পাঁচবিবি সার্বস্টেশনের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) আশরাফুল আলম ইতোপূর্বে জানান, নতুন সার্বস্টেশন তৈরির কারণে লোর্ডশেডিং হচ্ছে। ২৮ ফেব্রুয়ারি/২০১৬ সার্বস্টেশনের উদ্বোধনের পরে লোডশেডিং কমবে। তার বক্তব্যের ২ মাস গত হলেও লোড শেডিং বন্ধ হয়নি। জনগণের প্রশ্ন তবে কি লোডশেডিংয়ের হাত থেকে রেহাই পাবে না পাঁচবিবিবাসী। উল্লেখ্য, পাঁচবিবি সার্বস্টেশনের ১৫ মেগাওয়ার্ড বিদ্যুতের চাহিদা থাকলেও ১২ মেগাওয়ার্ড সরবরাহ হচ্ছে বলে জানা যায়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন