শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের নিহত ৪

প্রকাশের সময় : ২৭ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

সুনামগঞ্জ জেলা সংবাদদাতা

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধ্যনগরের একটি গ্রামে বিদ্যুৎস্পৃেষ্ট একই পরিবারের ৪ জন নিহত হয়েছে। নিহতরা হলো মধ্যনগর থানার চামরদানী ইউনিয়নের রামদিঘা গ্রামের জগদীশ সরকার (৬৮), তার ছেলে রঞ্জিত সরকার (৪৭), রঞ্জিত’র স্ত্রী রিতা সরকার (৩৬) ও সোনালী সরকার (১০)। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানার চামরদানী ইউনিয়নের রামদিঘা গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় এলাকাবাসী জানান, সকাল সাড়ে ৮টার দিকে ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানার চামরদানী ইউনিয়নের রামদিঘা গ্রামে জগদীশ সরকারের বাড়ির উঠানে ঝড়ে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে থাকে। এ সময় বিদ্যুৎ সরবরাহ ছিল। জগদীশের ছেলে রঞ্জিত সরকার উঠানে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাকে বাঁচাতে গেলে এক এক করে তার স্ত্রী রিতা সরকার, জগদীশ সরকার ও রঞ্জিতের মেয়ে সোনালী বিদ্যুৎ স্পৃষ্ট হয়। এতে ঘটনাস্থলে চারজনের মৃত্যু হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন