ফুলবাড়ী (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা
দিনাজপুরের ফুলবাড়ীতে গত সোমবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার স্টেশন এলাকা ও চিন্তামন এলাকায় থানা পুলিশ ও দিনাজপুর র্যাব-১৩ পৃথক অভিযান চালিয়ে ৩০ বোতল ফেনসিডিল ও ১৫ বোতল বিদেশি মদসহ ১ জনকে আটক করেছে। র্যাবের হাতে আটক ফেনসিডিল বিক্রেতা পৌর এলাকার স্টেশন স্তাবনগর পাড়ার শামসুল হকের ছেলে রফিকুল ইসলাম কালু। এই ঘটনায় র্যাব-১৩ এর উপ-সহকারী পরিচালক (ডিএডি) শাহ্ আলম বাদী হয়ে ধৃত রফিকুল ইসলাম ও র্যাবের তাড়া খেয়ে পলাতক একই এলাকার লুৎফর রহমানের ছেলে শহীদুল ইসলামকে আসামি করে ফুলবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছেন। ফুলবাড়ী থানার ওসি মোকছেদ আলী বলেন, দিনাজপুর র্যাব-১৩ গত সোমবার বিকালে ফুলবাড়ী রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে ৩০ বোতল ফেনসিডিলসহ রফিকুল ইসলাম কালুকে আটক করে। অভিযানের সময় র্যাবের তাড়া খেয়ে পালিয়ে যায় ওই এলাকার মাদক বিক্রেতা লুৎফর রহমানের ছেলে শহীদুল ইসলাম মনা। এই ঘটনায় র্যাবের উপ-সহকারী পরিচালক ওইদিন রাতেই ধৃত রফিকুল ইসলামকে থানায় সোপর্দ করে রফিকুল ও শহীদুলের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। অপরদিকে সোমবার সন্ধ্যায় উপজেলার চিন্তামন এলাকায় অভিযান চালিয়ে ১৫ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন