শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

আজমতপুরে সাপ নিয়ে আতঙ্ক

প্রকাশের সময় : ২৭ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা

আজব এক সমস্যার মুখোমুখি হয়েছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের আজমতপুর গ্রামের মানুষ। তারা একটি সাপকে দুইবার মেরে গর্তে পুঁতে রাখার পরও সেটিকেই জীবিত দেখতে পেয়েছে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বারবার মেরে ফেলার পরেও বেঁচে উঠায় সাপটিকে নিয়ে মানুষের মধ্যে আতংক দেখা দিয়েছে। তারা এটিকে জ্বিন সাপ বলে মনে করছেন। আজমতপুর গ্রামের বাসিন্দা খাইরুল ইসলাম গতকাল মঙ্গলবার সকালে জানান, গত শুক্রবার রাতে তার বাড়ির পেছনে একটি নতুন (অব্যবহৃত) টয়লেটে তিন হাত লম্বা একটি বিষধর সাপ দেখতে পায় স্থানীয়রা। পরে তারা সাপটিকে মেরে একটি গর্তে পুঁতে রাখে। কিন্তু গত রোববার রাতে একই সমান লম্বা একই ধরনের আরেকটি সাপ আবার ওই টয়লেটে দেখা যায়। বিষয়টি দেখে এলাকাবাসী আগের দিনের পুঁতে রাখা সাপটি গর্ত খুঁড়ে দেখতে গেলে সেখানে কিছু পাওয়া যায়নি। পরে দ্বিতীয় সাপটিকে আবারও মেরে তারা ওই গর্তে পুঁতে রাখে। এরপর সোমবার রাতে আবারও একই ঘটনা ঘটে। একই ধরনের জীবিত সাপকে চলাচল করতে দেখেন। তবে এবার গ্রামবাসী ভয় পেয়ে সাপটিকে আর মারেনি। তবে তার গতিবিধির ওপর নজর রেখেছে। গ্রামের তোহিদুল ইসলাম আপেল জানান, গত চারদিন ধরে একটি সাপ নিয়ে একই ঘটনা ঘটছে। গ্রামবাসী এটিকে জ্বিন সাপ হতে পারে বলে মনে করছেন। এজন্য শেষবার দেখার পরও আর সাপটিকে কেউ মারতে সাহস করেননি। সাপটিকে দেখার জন্য এলাকাবাসী ভিড় জমাচ্ছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন