কোটালীপাড়া (গোপালগঞ্জ) উপজেলা সংবাদদাতা
ঘরে ঘরে তথ্য প্রযুক্তি বিষয়ক কম্পিউটার অপারেটিং শিক্ষা প্রদান লক্ষ্যে গোপালগঞ্জের কোটালীপাড়ায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার কোটালীপাড়া পাবলিক ইনস্টিটিউশন (মডেল)-এ মতবিনিময় সভার আয়োজন করেন লক্ষ্মী সোসাইটি নামের একটি বেসরকারি সংস্থা। বিদ্যালয়ের এসএমসি কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এসএম হুমাইয়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র এইচ,এম অহিদুল ইসলাম, বিশেষ অতিথি উপজেলা যুবলীগ সভাপতি ও ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান হাজরা, লক্ষ্মী সোসাইটির উপদেষ্টা মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষ্মী রানী সরকার, খুলনা জেলা আওয়ামীলীগ শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক জাহাঙ্গির হোসেন খান, প্রধান শিক্ষক সুরেশ দাস, সেচ্চা সেবকলীগের যুগ্ম আহবায়ক এস,এম ইস্রাফিল এস,এম,সি’র সদস্য রাকিবুল ইসলাম রকিব, জামাল শেখ, ফরমান আলী প্রমুখ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন