ত্রিশাল (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা
ময়মনসিংহের ত্রিশালে কবি নজরুল বিশ^বিদ্যালয়ে রাবি’র ইংরেজি বিভাগের ড. অধ্যাপক এএফএম রেজাউল করিম সিদ্দিকি হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে এক মৌনমিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় কবি নজরুল বিশ^বিদ্যালয়ের শিক্ষক সমিতির উদ্যোগে কলা ভবনের সামনে থেকে মৌনমিছিলটি বের হয়ে বিশ^বিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নজরুল বটমূলে এসে শেষ হয়। মৌনমিছিল শেষে নজরুল বটমূলে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় কবি নজরুল বিশ^বিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি সোহেল রানার সভাপতিত্বে বক্ত্য রাখেন বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডঃ মোহীত উল আলম, ট্রেজারার প্রফেসর এএমএম শামসুর রহমান, ভারপ্রাপ্ত রেজিষ্ট্রার মোঃ ফজলুল কাদের চৌধুরি, শিক্ষক সমিতির সহ-সভাপতি সৈয়দ মামুন রেজা, সাধারণ সম্পাদক তপন কুমার সরকার প্রমুখ। মৌনমিছিল ও প্রতিবাদ সভায় আরো অপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন