সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় শারীরিক প্রতিবন্ধী নারী রোকসানা খাতুন হত্যা ঘটনায় দুই পরিকল্পনাকারীকে গ্রেফতার করেছে পুলিশ। নিহত রোকসানা দিঘুরিয়া জিআরপাড়া গ্রামের মৃত তয়জাল প্রামানিকের মেয়ে। গতকাল সোমবার দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিকেশন (পিবিআই) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার এসএম তারেক রহমান। গ্রেফতাররা হলেন- তাড়াশ উপজেলার দিঘুরিয়া জিআরপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে আব্দুল আজিজ ও একই গ্রামের একাধিক হত্যা মামলার আসামী আকবর আলী।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিকেশনের (পিবিআই) অতিরিক্ত পুলিশ সুপার এসএম তারেক রহমান আরো বলেন, অন্যকে ফাঁসানোর জন্য প্রতিবন্ধী রোকসানাকে হত্যার পরিকল্পনা করে আব্দুল আজিজ ও আকবর আলী। এই হত্যার সাথে জড়িত আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন