শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

রাজাপুরে তিন জেলের ১ বছর করে কারাদণ্ড

রাজাপুর( ঝালকাঠি) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ অক্টোবর, ২০১৮, ১০:০২ এএম

ঝালকাঠির রাজাপুরের বিষখালি নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার অপরাধে তিনজেলেকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার বড়ইয়া এলাকার মো. কালাম আকন (৫৫)পিতা মৃত আ. মন্নান, মো. রুস্তুম হাং(৫০)পিতা মৃত বছির উদ্দিন ও পালট গ্রামের মোঃ মেহেদী হাসান (১৮)পিতা- মাহমুদ হাংকে বুধবার ভোর রাতে রাজাপুরের বিষখালি নদীতে মৎস বিভাগ ও উপজেলা প্রশাসন ও রাজাপুর থানা পুলিশ অভিযান চালিয়ে তিন জেলেকে আটক করে। এ সময় এক হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।
রাতেই তাদের ভ্রাম্যমাণ আদালত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক আফরোজা বেগম পারুল তাদের এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেন এবং জব্দ করা জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। উল্লেখ্য রাত ১০ টা থেকে ভোর পর্যন্ত বিশখালী নদী নির্ঘুম কাটেন উপজেলা নির্বাহী কর্মকর্তা,মৎস অফিস,সহ রাজাপুর থানা পুলিশের দল।
ইউএন ও আফরোজা বেগম পারুল বলেন- বিষখালী নদীতে চলছে মা ইলিশ রক্ষা অভিযান নদী মোটামুটি খালি এরমাঝেই এই তিনজন জাল ফেলার প্রস্তুতিকালে আমাদের হাতে আটক হয়,এবং মৎস সংরক্ষন আইনে দন্ড প্রদান করা হয়েছে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন