যশোর চৌগাছা পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি সেলিম রেজা আওলিয়ারকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল দুপুরে চৌগাছা পৌরসভা ভবনের পাশে নিজ বাড়ির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
দলীয় সূত্র জানায়, একটি নাশকতার মামলায় ৪ অক্টোবর তিনি হাইকোর্ট থেকে জামিন নিয়ে চৌগাছায় ফেরেন। এরপরই ৭ অক্টোবর আরেকটি নাশকতার মামলায় তাকে আসামি করা হয়। আওলিয়ারের পিতা দাউদ হোসেন বিশ্বাস বলেন, ‘আমার ছেলে একজন নিরীহ এবং জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব।
সে চৌগাছা পৌরসভা প্রতিষ্ঠাতাকালীন প্রশাসক ছিল এবং দুইবার নির্বাচিত মেয়রের দায়িত্ব পালন করেছে। একাধিকবার চৌগাছা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ছিল। জনপ্রিয়তার কারণেই পুলিশ সাজানো মিথ্যা মামলায় তাকে গ্রেফতার করেছে।’
চৌগাছা থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক এসএম আকিকুল ইসলাম গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, তিনি একটি নাশকতা মামলার এজহারভুক্ত আসামি। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন