রাজধানীর ধানমন্ডীর গণস্বাস্থ্য কেন্দ্র গতকাল বিকেলে হঠাৎ করে আইন শৃঙ্খলা বাহিনী ঘেরাও করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে নিরাপত্তা বাহিনীর সদস্যরা কেউ হাসপাতালের ভেতরে প্রবেশ করেনি। তারা কেন বা কি কারণে হাসপাতালে এসেছিল তা জানা যায়নি। ধানমন্ডি থানা ঘেরাওয়ের বিষয়টি স্বীকার করেনি।
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রশাসনিক কর্মকর্তা ফরহাদ এ বিষয়ে বলেন, গতকাল বিকেল ৫ টার দিকে আইন শৃঙ্খলা বাহিনীর ৮/১০ জন সদস্য কেন্দ্রের সামনের সড়কে অবস্থান নেন। তবে তারা কেউ ভেতরে প্রবেশ করেনি। তারা কেন এসেছিল সে বিষয়ে কিছুই জানাতে পারেননি তিনি। ওই কর্মকর্তা আরও বলেন, গতকাল ডায়ালাইসিসশেষে রাত পৌনে ৯ টার দিকে হাসপাতাল ত্যাগ করেন ডা. জাফরুল্লাহ। এছাড়া তিনি বাসায় পৌঁছেছেন বলে তার মেয়ে নিশ্চিত করেছেন। হাসপাতাল সংশ্লিষ্টদের ধারণা ডা. জাফরুল্লাহ চৌধুরীর সাথে দেখা করতে বা কোন বিষয়ে আলাপ করতে তারা এসে থাকতে পারেন। এদিকে, জাতীয় ঐক্য সংশ্লিষ্ট নেতাকর্মীরা বলছেন, আতঙ্ক তৈরি করতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা গণস্বাস্থ্য কেন্দ্র ঘেরাও করে থাকতে পারে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন