শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সম্পাদকীয়

আবাসিক সঙ্কট

| প্রকাশের সময় : ১৩ অক্টোবর, ২০১৮, ১২:০২ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের প্রায় সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে আবাসিক সংকট বর্তমানে চরমে পৌঁছেছে। প্রথম বর্ষের ছাত্রছাত্রীরা সাধারণত হলগুলোতে সিট পায় না। দ্বিতীয় বর্ষ থেকে সিট পেলেও চার সিটের একটি কক্ষে ১২-১৩ জন অবস্থান করার কারণে ফ্লোরে ঘুমাতে হয় আরও এক বছর। তৃতীয় ও চতুর্থ বর্ষের ছাত্রছাত্রীদের ছাত্রনেতাদের পরামর্শের ভিত্তিতে আসন নিশ্চিত করা হয়। এই পরিস্থিতিতে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত দারিদ্র্য ছাত্রছাত্রীদের হলে থাকার জন্য ছাত্রনেতাদের কথায় ওঠবস করতে হয়। তৃতীয় বর্ষে এসেও একটি সিটের আশায় চিন্তিত থাকে দেশসেরা মেধাবীরা। ছাত্রনেতারা এ সময়ও সিট দেওয়ার ক্ষেত্রে এলাকাপ্রীতি ও স্বজনপ্রীতির আশ্রয় নেন। যে কারণে সাধারণ ছাত্রছাত্রীরা প্রচণ্ড মানসিক যন্ত্রণা ও প্রতারণার শিকার হয়। একটি কক্ষে ২০-২৫ জনকে চরম মানবিক বিপর্যয়ের মধ্য দিয়ে দুটি বছর অতিবাহিত করেও যখন তৃতীয় বর্ষে এসে সিট পেতে প্রতারণার শিকার হতে হয়, তখন লেখাপড়ার প্রতি উৎসাহ হারিয়ে ফেলে অনেকেই। বর্তমানে এই পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। এমতাবস্থায়, সাধারণ ছাত্রছাত্রীদের প্রথম বর্ষ থেকেই বৈধ সিটের ব্যবস্থা করে একই সঙ্গে হলের সিট বণ্টনে রাজনৈতিক দাপটের পরিবর্তে প্রশাসনের ভূমিকা দেখতে চাই।
আমিরুল ইসলাম
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ঢাকা বিশ্ববিদ্যালয়।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন