ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে ডাকাতের ছুরিকাঘাতে ট্রাক চালক মো. সরোয়ার (৪০) খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার দিন বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে উপজেলার বাড়বকুণ্ড এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির সরঞ্জামাদিসহ তাদের গ্রেফতার করা হয়।
সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) মোহাম্মদ হোসেন জানান, গ্রেফতারকৃত দুই ডাকাত দীর্ঘদিন ধরে রোড ডাকাতিসহ বিভিন্ন রকম কর্মকাণ্ড চালিয়ে আসছিল। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। তাদের কাছ থেকে চালক খুনের ব্যবহৃত ছুরি, দা ও রডসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ মো. দেলওয়ার হোসেন দৈনিক ইনকিলাবকে বলেন, ঘটনার পরই অভিযান শুরু করি এবং অল্প সময়ে প্রধান দুই আসামিকে গ্রেফতার করতে সক্ষম হই।
গ্রেফতারকৃত হলো বাড়বকুণ্ড এলাকার মান্দারীটোলা গ্রামের মৃত জয়নাল উদ্দিনের ছেলে মোঃ রুবেল (২৫) ও একই ইউনিয়নের নতুন পাড়া এলাকার আকবরের ছেলে মো. জসিম উদ্দিন (২৪)। তারা আমাদের কাছে ঘটনা জড়িত থাকার কথা স্বীকার করেছে। অন্য ডাকাদেরও গ্রেফতারে অভিযান চলছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন