শনিবার, ২৫ মে ২০২৪, ১১ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৬ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

জমিয়াতুল মোদার্রেছীনের বদৌলতে মাদরাসা শিক্ষা ও শিক্ষকদের অবস্থান সম্মানজনক

কুমিল্লায় মৌকারা পীর ছাহেব

কুমিল্লা থেকে স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ১৫ অক্টোবর, ২০১৮, ১২:০১ এএম

বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের কর্মকাণ্ড তুলে ধরে মৌকারা পীর ছাহেব ও কুমিল্লা জেলা জমিয়াতুল মোদার্রেছীন সভাপতি শাহ মোহাম্মদ নেছার উদ্দীন ওয়ালি উল্লাহী বলেছেন, মাদরাসা শিক্ষার মান শিক্ষকদের বেতন আজকে সম্মানজনক স্থানে পৌঁছেছে। এ সংগঠন মাদরাসার আদর্শ শিক্ষক সৃষ্টিতে যেমন ভূমিকা রাখছে তেমনি ভালো ছাত্র তৈরিতে দিক নির্দেশনা দিচ্ছে। জমিয়াতুল মোদার্রেছীনের প্রাণপুরুষ আলহাজ মাওলানা এম.এ. মান্নান (রহঃ) এর সুযোগ্য উত্তরসুরী সংগঠনের বর্তমান সভাপতি এ এম এম বাহাউদ্দীনের নেতৃত্ব আজকে মাদরাসা শিক্ষকদের মর্যাদার জায়গায় দাঁড় করিয়েছে।

গতকাল রোববার দুপুরে কুমিল্লা শহরের চকবাজারে ইসলামিয়া আলিয়া কামিল মাদরাসায় জমিয়াতুল মোদার্রেছীন কুমিল্লা সদর উপজেলা শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সদর উপজেলা কমিটির সভাপতি অধ্যক্ষ অলি আহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা জেলা জমিয়াতুল মোদার্রেছীনের সহসভাপতি অধ্যক্ষ মাওলানা শাহ মো. মহিউদ্দিন, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ আবদুল মতিন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাওলানা আহসানুল করীম আল আযহারি, অধ্যক্ষ মাওলানা আবুল হোসাইন, অধ্যক্ষ মাওলানা সোলাইমান লস্কর ও অধ্যক্ষ মাওলানা সফিকুল আমিন পাটোয়ারি প্রমুখ।

অনুষ্ঠানে জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি ও দৈনিক ইনকিলাব সম্পাদক এ এম এম বাহাউদ্দীনের নেতেৃত্বে সকল আলেম ও মাদরাসার শিক্ষক কর্মচারীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে মৌকারা পীর ছাহেব শাহ মোহাম্মদ নেছার উদ্দীন ওয়ালি উল্লাহী বলেন, তাঁর যোগ্য নেতৃত্ব মাদরাসা শিক্ষার উন্নতি ঘটিয়েছে। অতিতে মাওলানা এম. এ মান্নানের নেতৃত্বে ঐক্যবদ্ধ ছিলাম, এখন এ এম এম বাহাউদ্দীন এর নেতৃত্বে ঐক্যবদ্ধ আছি। মাদরাসা শিক্ষকদের আদর্শ সমাজ গড়ার কারিগর অবহিত করে বক্তারা বলেন, মাদরাসা শিক্ষকদের এলমে দ্বীনের জায়গা লালন করে ছাত্র-ছাত্রীদের আদর্শিক করে গড়ে তুলতে কাজে নিয়োজিত থাকতে হবে। চরিত্রগঠন, দেশপ্রেমের প্রতি গুরুত্ব থাকতে হবে। আজকে মাদরাসা শিক্ষা ও শিক্ষকদের যে উন্নতি আমরা দেখতে পারছি তা বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান। প্রধানমন্ত্রীর আন্তরিকতা ছাড়া এগুলো সম্ভব হতো না।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন