শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

সৈয়দপুরে ভেজালবিরোধী অভিযানে ২ প্রতিষ্ঠানকে অর্থদন্ড

সৈয়দপুর (নীলফামারী) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৬ অক্টোবর, ২০১৮, ১২:০২ এএম

সৈয়দপুরে ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের ভেজাল বিরোধী অভিযানে দুই খাবার প্রতিষ্ঠানকে অর্থদন্ড করা হয়েছে।
রংপুর বিভাগীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক আফসানা পারভিনের নেতৃত্বে গত রোববার সন্ধায় ওই অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে অস্বাস্থ্যকর উপায়ে খাদ্য তৈরি ও পরিবেশনের দায়ে শহরের ইসলামবাগ এলাকায় তানভির হোটেলের ৫ হাজার টাকা ও গোলাহাট এলাকার মোসলেম হোটেলের ২ হাজার টাকা অর্থদন্ড করা হয়।
এ সময় ওই দুই প্রতিষ্ঠান মালিককে ভবিষ্যতের জন্য সতর্ক করেন অভিযান পরিচালনকারী দল। অভিযানে সৈয়দপুর উপজেলা স্যানিটারি পরিদর্শক মো. অহিদুল ইসলাম ও পৌর স্যানিটারি পরিদর্শক মো. আলতাফ হোসেন সরকারসহ পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন