পাবনায় অজ্ঞান পার্টির কবলে পড়ে দুই যুবক হাসপাতালে ভর্তি হয়েছেন। এরা হলেন, দিনাজপুর জেলার কাহারোল উপজেলা বনোরা গ্রামের জামাল উদ্দিনের পুত্র সোহেল হাসান এবং গাইবান্ধা জেলার কদমচর গ্রামের আব্দুল মতিনের পুত্র আল আমিন। দিনাজপুরগামী এক্সপ্রেস ট্রেনের ছাদে চড়ে তারা রাতে বাড়িতে ফিরছিলেন। ছাদে অজ্ঞাত দুই ব্যক্তির সাথে তাদের আলাপ জমে ওঠে। এক পর্যায়ে তার দেওয়া ঝাল মুড়ি খেয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। ট্রেনটি পাবনার চাটমোহর স্টেশনে এসে থামলে অচেতন অবস্থায় তারা নিচে পড়ে যান। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে স্থানীয় লোকজন সোমবার রাতেই তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্ল্ক্সে হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসার পর মঙ্গলবার ভোরে তাদের জ্ঞান ফিরে আসে। তারা এখনও পুরোপুরি সুস্থ্য হননি। হাসপাতালের মেডিক্যাল অফিসার বায়েজিদ উল ইসলাম জানান, দুই যুবক অধিক মাত্রায় মেশানো চেতনা নাশক ওষুধে আক্রান্ত হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। তারা প্রাণে রক্ষা পেয়েছেন দ্রুত হাসপাতালে নিয়ে আসার কারণে । সূত্র মতে, এদের মধ্যে সোহেল ঢাকায় একটি প্রতিষ্ঠানে ইন্টারভিউ দিয়ে এবং আল আমিন নির্মাণ শ্রমিকের কাজ শেষে বাড়ি ফিরছিলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন