ঝিনাইগাতীতে তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারা মামলায় এক মহিলাকে সোমবার রাতে গ্রেফতার করেছে ঝিনাইগাতী থানা পুলিশ। রুমি আক্তার ( ৩৮) ভালুকা গ্রামের প্রাক্তন ইউপি চেয়ারম্যান মৃত. সরকার খবির উদ্দিনের মেয়ে। রুমি আওয়ামী লীগের সাধারন স্মপাদক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপির ছবি নিয়ে ফেসবুকে ব্যঙ্গ করায় ঝিনাইগাতী থানা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মুজিবুর রহমান বাদি হয়ে শেরপুর সিআর আমলি আদালতে তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা দায়ের করলে আদালত মামলাটি আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য ঝিনাইগাতী থানার ওসিকে নির্দেশ দিলে ওই নির্দেশ বলে তাকে গ্রেফতার করা হয় জানিয়েছেন ঝিনাইগাতী থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন