সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

হলের পরিবেশ খারাপ হলে ভালো সিনেমাও দর্শক দেখবেন না -চম্পা

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১৯ অক্টোবর, ২০১৮, ১২:০২ এএম

বিশিষ্ট চলচ্চিত্র অভিনেত্রী চম্পা দীর্ঘদিন পর সিনেমা হলে সিনেমা দেখতে গিয়ে হলের পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন। সিনেমা দেখতে গিয়ে বাজে অভিজ্ঞতার কাথা জানান তিনি। তিনি বলেন, প্রায় তিন বছর পর হলে সিনেমা দেখতে গিয়েছিলাম। সিনেমা হলের আগের অবস্থা আর বর্তমান অবস্থা জানা এবং এখন কেমন সিনেমা হচ্ছে এটা জানার জন্যই গিয়েছিলাম। সিনেমা দেখতে গিয়ে বেশ বাজে পরিবেশের মুখোমুখি হই। হলের যে অবস্থা তাতে বেশিক্ষণ থাকা আমার জন্য সম্ভব হয়নি। ঝাপসা পর্দা আর বাজে সাউন্ড সিস্টেম। তার উপর প্রচণ্ড গরম। বসার সিটের অবস্থাও ছিল খারাপ। পাঁচ মিনিট থাকাও সম্ভব হয়নি। এমন অবস্থায় দর্শক কীভাবে হলমূখী হবেন? তিনি বলেন, আগে হলের পরিবেশ ভালো করা দরকার। হলে মানুষ কষ্ট করতে নয়, বিনোদনের জন্য যায়। সিনেপ্লেক্সে ৩০০ থেকে ৫০০ টাকা টিকেটের দাম। সেখানে চড়া দামে টিকিট কিনে সাধারণ মানুষ সিনেমা দেখতে যেতে পারেনা। সিনেপ্লেক্স তো বাংলা সিনেমা তেমন একটা চালায়ও না। তাই সাধারণ মানুষের বিনোদন নেয়ার সাধারণ হলগুলোর দিকে হল মালিকসহ সরকারেরও নজর দেয়া দরকার। হলের পরিবেশ এমন থাকলে ভালো সিনেমাও দর্শকরা হলে গিয়ে দেখবেন না। তাই হলের পরিবেশ উন্নত করা প্রয়োজন। বর্তমান চম্পা বেশ কয়েকটি সিনেমায় অভিনয় চুক্তিবদ্ধ হয়েছেন। এর মধ্যে কয়েকটির শূটিংও শেষ করেছেন বলে জানান। ইতোমধ্যে ইদ্রিস হায়দারের নীল ফড়িং সিনেমার শূটিং শেষ করেছেন। পাশাপাশি অভিনয় করবেন সেভ ফর লাইফ নামে নতুন একটি সিনেমায়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন