বুধবার, ১৫ মে ২০২৪, ০১ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৬ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

আমাদের সিনেমার গল্পের পরিবর্তন আসা দরকার-চম্পা

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৩০ জুন, ২০২১, ১১:৪৬ পিএম

এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা চম্পা এখন খুব একটা অভিনয় করেন না। মাঝে মাঝে নাটক কিংবা সিনেমায় অভিনয় করেন। সর্বশেষ তিনি শুটিং করেছেন এম রাহিমের পরিচালনায় শান নামে একটি সিনেমায়। তার অভিনীত সর্বশেষ সিনেমা বিশ্বসুন্দরী। বর্তমানে তার সময় কাটছে বাসায়। দেশের সিনেমার সমস্যা নিয়ে তিনি বলেন, আমার কাছে মনে হয়, আমাদের গল্পে পরিবর্তন আসা উচিত। বিশ্বে সিনেমার গল্পের পরিবর্তন হয়ে গেছে। কিন্তু বাংলাদেশে গল্পের পরিবর্তন হয়নি। একই কাঠামোর মধ্যে গল্প আটকে আছে। এভাবে সিনেমার এগিয়ে যাওয়া সম্ভব নয়। পরিবর্তন দরকার। এ নিয়ে নির্মাতাদের ভাবতে হবে। ভাল গল্পের সিনেমা না হলে দর্শক হলে যাবে না। গতানুগতিক ধারার গল্প দর্শক আর কত দেখবে? তারা এখন আমাদের দেশের সিনেমার চেয়ে অনেক এগিয়ে। বিশ্বের প্রায় সব দেশের সিনেমা তারা দেখেন। ফলে আমাদের প্রথাগত সিনেমা দিয়ে তাদের মন জয় করা যাবে না। চম্পা বলেন, লকডাউনের কারণে সময় পাওয়াতে বিভিন্ন দেশের সিনেমা দেখছি। তাদের সিনেমার গল্প ভিন্নধারার। এ তুলনা করলে আমরা অনেক পিছিয়ে। বিশেষ করে গল্পের ধরনে পিছিয়ে রয়েছে। কোরিয়ান, টার্কিশ সিনেমাগুলোর গল্প অপূর্ব। ভীষণ সুন্দর। আসলে, গল্প ভাল হলে দর্শক সিনেমা দেখে। এ বিষয়টি নিয়ে আমাদের নির্মাতারা খুব একটা ভাবেন বলে মনে হয় না। চম্পার এখন সময় কাটে ঘরের মধ্যে। তিনি বলেন, কখন সকাল হয়, রাত হয় টের পাই না। বাসা থেকে একদমই বের হই না। যখন করোনার প্রভাব কমে তখন নাতীদের সঙ্গে সময় কাটাই। এছাড়া বাগানে সময় দেই, সেলাই করি, শরীরচর্চা করি। এভাবেই সময় যাচ্ছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন