রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

নড়াইলে মধুমতি নদীতে বৈঠার ছন্দ

নড়াইল জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২১ অক্টোবর, ২০১৮, ১২:০১ এএম

নড়াইলের লোহাগড়া উপজেলায় শিয়েরবর এলাকার মধুমতি নদীতে অনুষ্ঠিত হলো আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। প্রতিযোগিতাকে ঘিরে মধুমতি নদীর দু’পাড়ে হাজার হাজার মানুষের ঢল নামে।
গত শুক্রবার বিকেলে শিয়েরবর বাজার এলাকায় স্থানীয় গ্রামবাসীর আয়োজনে পয়েন্ট ভিত্তিক এই প্রতিযোগিতায় নড়াইল, মাগুরা ও ফরিদপুর জেলার বিভিন্ন এলাকা থেকে আসা ৬টি নৌকা অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় প্রথম হয়েছে মাগুরার মোহাম্মদপুর উপজেলার হরেকেষ্টপুর গ্রামের আতর আলীর নৌকা, দ্বিতীয় হয়েছে ফরিদপুর জেলার চাপুলিয়া গ্রামের রিপন ফকিরের নৌকা এবং তৃতীয় হয়েছে লোহাগড়া উপজেলার বাহিরপাড়া গ্রামের জহুর আলীর নৌকা।

বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট শেখ হাফিজুর রহমান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শালনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খান তসরুল ইসলাম। প্রতিযোগিতা দেখতে বিভিন্ন এলাকা থেকে আসা হাজার হাজার মানুষ নদীর দুপাড়ে ভীড় করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন