শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

উপমন্ত্রীর সাথে দলিল লেখক সমিতি মতবিনিময় সভা

চরফ্যাসন (ভোলা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ অক্টোবর, ২০১৮, ১২:০৩ এএম

চরফ্যাসন উপজেলা নব নির্বাচিত দলিল লেখক সমিতির সাথে মতবিনিময় সভা গত শনিবার রাত সাড়ে ৯টায় অনুষ্ঠিত হয়েছে। আ.লীগ কার্যালয়ে দলিল লেখক সমিতির সভাপতি জসিম উদ্দিন পাটওয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি বলেন, চরফ্যাসন উপজেলার চারটি থানায় আমি চারতলা বিশিষ্ট সাব-রেজিস্ট্রার ভবন করে দিয়েছি। আজ চরফ্যাসনের আপময় জনতা দুর্ভোগের শিকার হতে হয় না। জমি ক্রয়-বিক্রয় সংক্রান্ত দলিল ও কার্যক্রমে সকল দলিল লেখদের আন্তরিকতার সাথে কাজ করতে হবে। আপনারা আমার জন্যে দোয়া করবেন। আগামী নির্বাচনে নৌকায় প্রতীকের রেকর্ড সংখ্যক ভোট দিয়ে নির্বাচিত করার উদাত্ত আহ্বান জানান। এই সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন, মেয়র বাদল কৃষ্ণ দেবনাথ, উপজেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক ছালাউদ্দিন ভূঁইয়া, কোষাধ্যক্ষ মাকসুদুর রহমানসহ সকল দলিল লেখকগণ উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন