শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

বলিউড শীর্ষ পাঁচ

গ্রন্থনা : মোহাম্মদ শাহ আলম | প্রকাশের সময় : ২২ অক্টোবর, ২০১৮, ১২:০৩ এএম

১. তুমবাদ ২. হেলিকপ্টার ইলা ৩. আন্ধাধুন ৪. লাভযাত্রী
৫. সুই ধাগা- মেইড ইন ইন্ডিয়া
হেলিকপ্টার ইলা
ইলা (কাজল) ৯০ দশকের বলিউডে এক উঠতি প্লেব্যাক গায়িকা। তবে শুধু প্লেব্যাক নয় পেশাগতভাবে কোনও সুযোগ পলেই সে তা কাজে লাগাত। টেলিভিশনের জিঙ্গল থেকে শুরু করে যা কাজ পেত তাই সে লুফে নিত। তার প্রেমিক অরুণের (টোটা রায় চৌধুরী) বাইকে চড়ে ঘুরে বেড়াত আর পুরনো রেকর্ডিং স্টুডিওটিকে সে তার ‘জিন্দেগি’ বলে মনে করত। কিন্তু তার পেশাগত জীবনে বড় বাধা পড়ে যেদিন সে অরুণকে বিয়ে করে ফেলে। একসময় তাদের ঘরে এলো বিবান। বিবান কোলে এলে সে সঙ্গীত জগতকে বিদায় দেয়। বিবানই তার মনোযোগের কেন্দ্রে। বিবান (ঋদ্ধি সেন) কৈশোর পেরোলে ইলার সঙ্গে তার যেন দূরত্ব সৃষ্টি হতে শুরু হয়। কিন্তু তা তো ইলা হতে দেবে না। সে ছেলে যাতে বখে না যায় সে জন্য প্রতি পদক্ষেপে তাকে অনুসরণ করে এমনকি ছেলের কলেজেও সে ভর্তি হয়ে যায়। কিন্তু বিবানও স্বাধীন আর মুক্ত থাকতে চায়। মায়ের এই আচরণ তার কাছে উটকো মনে হয়। সে বিদ্রোহী হয়ে বসে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন