শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

বাকৃবিতে ৯.৪২ জিপিএ প্রাপ্ত ভর্তি পরীক্ষা দিতে পারবে

বাকৃবি সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৩ অক্টোবর, ২০১৮, ১২:০৪ এএম

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার জন্য যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে।
ভর্তি কমিটি সূত্রে জানা যায়, ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় অংশ নিতে হলে এসএসসি ও এইচএসসিতে বা সমমান চতুর্থ বিষয় বাদে সমষ্টিগতভাবে নূন্যতম জিপিএ ৯.৪২ প্রাপ্ত শিক্ষার্থীরাই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে।

আরও জানা যায়, এর আগে অনলাইনে প্রায় ২০ হাজার শিক্ষার্থী আবেদন করেছেন। এর মধ্যে থেকে মোট ১২ হাজার ৩০০ জন আবেদনকারীকে মেধারভিত্তিতে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়া হচ্ছে। যোগ্য প্রার্থীরা ২০ থেকে ৩১ অক্টোবর ওয়েবসাইটে ছবি ও কোটার প্রার্থীরা প্রমাণপত্র আপলোড এবং প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। ভর্তি পরীক্ষা আগামী ১০ নভেম্বর অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা ও আবেদন সম্পর্কিত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (http://admission.bau.edu.bd) পাওয়া যাবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন