এগারোজন ব্যাটসম্যানের মধ্যে নেই ৬ জনই। তাও আবার প্রত্যেকেই বিদায় নিয়েছেন ক্যাচ আউট হয়ে। আর এই ৬ জনের ৫জনই আবার ফিরেছেন একজনের তালুবন্দী হয়ে, ব্রেন্ডন টেলর। বাংলাদেশের ৫ ব্যাটসম্যানকে ফিরিয়ে জিম্বাবুইয়ান এই উইকেটরক্ষক উঠে গেছেন অনন্য এক এলিট ক্লাবে। যদিও তার আগে এই কীর্তি হয়েছে আরো ৫১ বার। উইকেটরক্ষক হয়ে এক ম্যাচে সর্বোচ্চ ৬টি করে ক্যাচ ধরে তালিকার উপরের সারিতে আছেন অ্যাডাম গিলক্রিস্ট, অ্যালেক স্টুয়ার্ট, মার্ক বাউচার, ম্যাট প্রায়র, জস বাটলার, ম্যাথ্যু ক্রস এবং শরফরাজ আহমেদ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন