শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

টেলরের জোড়া ৭৫!

চট্টগ্রাম ব্যুরো : | প্রকাশের সময় : ২৭ অক্টোবর, ২০১৮, ১২:০২ এএম

প্রতিপক্ষ হিসেবে টিম বাংলাদেশকে বেশ পছন্দ জিম্বাবুয়ের অন্যতম সফল ব্যাটসম্যান ব্রেন্ডন টেইলরের। টাইগারদের বিপক্ষে বরাবরই হাসে তার ব্যাট। চলমান এই ওয়ানডে সিরিজের আগ পর্যন্ত বাংলাদেশ দলের বিপক্ষে তার একটি অপরাজিতসহ দু’টি সেঞ্চুরি ও সাতটি ফিফটির ঝলমলে ইনিংস ছিল। তবে কিছুদিন ধরে ব্যাটে প্রত্যাশিত রান আসছিল না এই জিম্বাবুইয়ানের। সিরিজের প্রথম ম্যাচেও মাত্র ৫ রান করেই ফেরেন অভিজ্ঞ এই টপ অর্ডার।

তারপরও দলীয় কোচ লালচাঁদ রাজপুতের বিশ্বাস ছিল, এই সিরিজের দ্বিতীয় ম্যাচেই রানে ফিরবেন এই ডানহাতি ব্যাটসম্যান। জহুরীর চোখ বলে কথা। অক্ষরে অক্ষরে ফলে গেছে তা। চট্টগ্রামে গিয়েই হেসেছে তার ব্যাট। সিরিজের দ্বিতীয় ম্যাচে করেছিলেন ৭৫ রানের ঝলমলে ইনিংস। কাকতালীয়ভাবে তৃতীয় ওয়ানডেতেও এই উইকেটরক্ষক ব্যাটসম্যান ফিরেছেন কাঁটায় কাঁটায় ৭৫ রানে!

গত বুধবার ক্যারিয়ারের ৩৫তম ফিফটি পূর্ণ করা টেলর গতকালও খেলেছেন স্বচ্ছন্দে। নাজমুল ইসলামের বলে উইকেট কিপার মুশফিকুর রহিমের হাতে ক্যাচ দেয়ার আগে ৭২ বলে ৮টি চার ও ৩টি বিশাল ছক্কায় ৭৫ রানের চমৎকার ইনিংসটি খেলেন তিনি। ৩২ বছর বয়সী এই জিম্বাবুয়ান ব্যাটসম্যান ১৮৮ ওয়ানডে ম্যাচের ক্যারিয়ারে ৩৬টি ফিফটি ছাড়াও ১০টি সেঞ্চুরিসহ মোট ৬ হাজার ১৫৬ রান করেছেন। অপরাজিত ১৪৫ রানের ক্যারিয়ার সেরা ইনিংসটি খেলেছেন তিনি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২০১০ সালের ১৫ অক্টোবর।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন