শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

জমি সংক্রান্ত বিরোধে চার ভাইসহ ৫ জনকে কুপিয়ে জখম

প্রকাশের সময় : ২৯ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

কেরানীগঞ্জ (ঢাকা) উপজেলা সংবাদদাতা
ঢাকার দোহার উপজেলার মুকসদপুর সাইন পুকুর এলাকায় জমি সংক্রান্ত বিষয়ের জের ধরে একই পরিবারের চার ভাইসহ ৫ জনকে কুপিয়ে জখম করেছে প্রতিবেশী পাঞ্জু মোড়ল এবং তার সহযোগীরা। প্রথমে মামলা নিতে গড়িমসি করে পরে ঘটনার প্রায় ৫ দিন অতিবাহিত হওয়ার পর পুলিশ মামলা নিলেও আসামিকে গ্রেফতার করছে না বলে অভিযোগ করেন অভিযোগকারি ও তার পরিবারের। আহতরা হলেন- নওয়াব আলী (৪২), বাবু (৩৬), সাদ্দাম (৩৩), জামিল (২৮) এবং চায়না বেগম নামে গর্ভবতী এক মহিলাকে পেটে কিল ঘুষি ও লাথি মারায় তারা পেটের বাচ্চা নষ্ট হয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার আহত নওয়াব আলীর চিকিৎসা শেষে স্ত্রী পাখি বেগম বাদী হয়ে দোহার থানায় পাঞ্জু মোড়লকে প্রধান আসামী করে সেলিম, রনি ও নাজমুলসহ ১০ জনের বিরুদ্ধে মামলা করলে বাদী তাদের মামলা তুলে নেয়ার জন্য হত্যাসহ গুম করার হুমকি দিচ্ছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার দুপুরে প্রতিবেশী পাঞ্জু মোড়লের সাথে জমি সংক্রান্ত বিচার শেষে বাসায় ফিরে আসার পথে পাঞ্জু মোড়ল ও তার সহযোগীরা এ ঘটনা ঘটায়। তারা হঠাৎ করেই পাঞ্জু মোড়লের লোকজন নিয়ে পেছন দিক থেকে এসে পাঞ্জু মোড়ল ও তার সহযোগীরা এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে আল-রাজ্জাক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থা আশঙ্কজনক দেখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। বর্তমানে তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম শেখ বলেন, আমরা অভিযোগ পাওয়ার পর পরই মামলা নিয়েছি এবং আসামিদের গ্রেফতারের জন্য এলাকায় পুলিশ মোতায়েন করেছি। আমাদের অভিযান অব্যাহত রয়েছে। আশা করছি অতি শীঘ্রই আসামীদের গ্রেফতার করতে পারব।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন