শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

তিনদিন ধরে নিখোঁজ জবি শিক্ষার্থী

জবি সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ অক্টোবর, ২০১৮, ৭:২৭ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নৃবিজ্ঞান বিভাগের কামরুল হাছান নামের এক শিক্ষার্থী গত রবিবার থেকে নিখোঁজ রয়েছে। পরিবারের দাবি সাদা পোশাকে ডিবি পুলিশ তাকে তুলে নিয়েছে। কামরুল নৃবিজ্ঞান বিভাগের ২য় বর্ষ ৪র্থ সেমিস্টারে অধ্যয়নরত।
পরিবার সুত্রে জানা যায়, গত রোববার কামরুল তার ছোট ভাইকে নিয়ে পাসপোর্ট অফিস উদ্যেশ্যে বাসা থেকে বের হয়। এরপর রাজধানীর সুরিটোলা উচ্চ বিদ্যালয়ের সামনে আসলে একদল সাদা পোশাকধারী লোক তাকে গাড়িতে উঠিয়ে নেয়। এসময় তারা নিজেদেরকে ডিবি বলে পরিচয় দেয়। সাথে থাকা তার ছোট ভাই জাহিদকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে দেখা করতে বলেন সাদা পোশাকধারী একজন। পরবর্তীতে তার ভাই ডিবি কার্যালয়ে গেলে সেখান থেকে তাকেও তুলে নেয় ডিবি পরিচয়দানকারীরা। এরপর তাকে গাড়িতে করে আবার বংশাল নিয়ে এসে বাসায় অভিযান চালায়। সেখান থেকে তার বিভিন্ন বই পুস্তক ও ল্যাপটপ জব্দ করে সাদা পোশাকের দল। এরপর তার ছোট ভাইকে ছেড়ে দিয়ে কামরুলকে আবার নিয়ে যাওয়া হয়। এরপর থেকে কামরুলের আর খোঁজ পাওয়া যাচ্ছে না।
এদিকে কামরুলের মা কহিনুর আক্তার বলেন, আমার ছেলেকে ডিবি পুলিশ পরিচয়ে ধরে নিয়েছে তিনদিন হলো। তাকে ডিবি অফিসে দেখা গেছে এবং তাকে নিয়ে বংশালে তার মেসেও অভিযান চালানো হয়েছে। কিন্তু এখনো তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তাকে কারা নিয়েছে কেন নিয়েছে কিছুই জানতে পারছি না। এসময় তিনি কান্নায় ভেঙ্গে পড়েন।
এ বিষয়ে জবি প্রক্টর ড. নুর মোহাম্মদ বলেন, বিশ্ববিদ্যালয়ে কোনো ছেলেকে আটক করেছে বলে আমি জানি না। কেউ অভিযোগ পত্র দিলে আমরা ব্যবস্থা নিবো।
বংশাল থানার ওসি শাহিদুর রহমান বলেন, আমাদের থানা পুলিশ জগন্নাথের কাউকে আটক করেনি। আর অন্য কোন বাহিনী জগন্নাথের কোন ছাত্রকে আটক করার তথ্য আমাদের জানা নেই।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন