চন্দনাইশ (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা
চট্টগ্রামের চন্দনাইশ থানা পুলিশ বুধবার রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের গাছবাড়িয়া সড়কভবন সংলগ্ন চেক পোস্ট এলাকায় প্রায় ৩ কোটি টাকা মূল্যের ৮৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে। পুলিশ জানায়, সোমবার রাত ১১টার সময় চট্টগ্রাম অভিমুখে দু’টি মোটরসাইকেল যাওয়ার চন্দনাইশ থানার এসআই আবুল খায়েরের নেতৃত্বে একদল পুলিশ মোটরসাইকেল দু’টি আটকানোর চেষ্টা করলে তারা দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার সময় পুলিশ তাদের পেছনে ধাওয়া করলে তারা আত্মরক্ষার্থে পলিথিন মোড়ানো একটি প্যাকেট ফেলে চলে যায়। এ সময় পুলিশ প্যাকেটটি থানায় নিয়ে আসে এবং চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) মোহাম্মদ হাবিবুর রহমান ও পটিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ শামীম হোসেনের উপস্থিতে প্যাকেটি খুলে ৮৫ হাজার পিস ইয়াবা রয়েছে দেখেন। চন্দনাইশ থানা অফিসার ইনচার্জ (ওসি) গাজী সাখাওয়াত হোসেন ইয়াবা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন