শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

ঝিনাইদহের ১৫ ইউনিয়নে সন্ত্রাস সৃষ্টি ভোটারদের উপর নির্যাতন হামলা-মামলার অভিযোগ

প্রকাশের সময় : ২৯ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

ঝিনাইদহ জেলা সংবাদদাতা
ঝিনাইদহ সদর ও হরিণাকু-ু উপজেলার ১৫টি ইউনিয়নে সরকারদলীয় প্রার্থীদের বিরুদ্ধে সন্ত্রাস সৃষ্টি, ভোটারদের উপর নির্যাতন, হামলা, মামলা, ভয়ভীতি প্রদর্শনসহ নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ জেলা বিএনপির পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঝিনাইদহ জেলা বিএনপিসাধারণ সম্পাদক আব্দুল মালেক। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য মো. মসিউর রহমান, বিএনপি নেতা শহিদুজ্জামান বেল্টু, অ্যাড. মুন্সি কামাল আজাদ পাপননু, অ্যাড. এমএ মজিদ, জাহিদুজ্জামান মনা, আব্দুল মজিদ বিশ্বাস, অ্যাড. আব্দুল আলীম প্রমুখ। লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, সরকারি দলের সন্ত্রাসীদের অত্যাচার ও হুমকি-ধমকিতে ধানের শীর্ষ প্রতীকের প্রার্থী এবং সমর্থকরা অতিষ্ঠ হয়ে উঠেছে। নির্বাচনী মাঠে তারা দাঁড়াতে পারছে না। অস্ত্রসস্ত্র নিয়ে নির্বাচনী এলাকায় মোটরসাইকেল মহড়া দেয়া হচ্ছে। এতে ভোটের পরিবেশ বিঘিœত হচ্ছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, ঝিনাইদহ সদর উপজেলার কালীচরণপুর ইউনিয়নে বিএনপি প্রার্থী আলমগীর হোসেনের মহিলা কর্মীদের উপর হামলা চালানো হয়েছে। পোড়াহাটী ইউনিয়নে নৌকার প্রার্থীর লোকজন প্রকাশ্যে সশস্ত্র মোটরসাইকেল মহড়া দিয়ে ভীতি সৃষ্টি করছে। পোড়াহাটিতে আ.লীগের সন্ত্রাসীরা বিএনপি কর্মী আব্দুল মান্নান ভিমের বাড়িতে হামলা চালিয়ে মহিলাদের মারধর করে। সদরের পদ্মাকর ইউনিয়নে আ.লীগের দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হওয়ার ঘটনায় উল্টো বিএনপি নেতাকর্মীদের নামে মামলা দিয়ে ঘরবাড়ি ছাড়া করা হয়েছে। আরো উল্লেখ করা হয়, সদর উপজেলার ফুরসন্দি, নলডাঙ্গা ও দোগাছীসহ একাধিক ইউনিয়নে ধানের শীষের মার্কা ছিঁড়ে ফেলা হচ্ছে। প্রার্থীরা ভোট চাইতে মাঠে নামলে তাদের হত্যার হুমকি দেয়া হচ্ছে। সদরের হরশিংকরপুর ইউনিয়নে বিএনপি প্রার্থীর পোলিং এজেন্ট না হতে এখন থেকেই বাড়ি বাড়ি গিয়ে সন্ত্রাসীরা হুমকি দিচ্ছে। হরিণাকু-ুর কাপাশহাটিয়া ইউনিয়নে আ.লীগের প্রার্থীরা ত্রাসের রাজত্ব কায়েম করেছে। সেখানে বাইরে থেকে ভাড়া করে অস্ত্রধারী সন্ত্রাসীদের আনা হচ্ছে এবং ভোটারদের ভোট কেন্দ্রে যেতে নিষেধ করা হচ্ছে। হরিণাকু-ুর ভায়না ইউনিয়নে এক আ.লীগ নেতার বড় ভাই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড়িয়ে বিএনপি কর্মীদের প্রতি জুলুম নির্যাতন চালাচ্ছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, হরিণাকু-ুর তাহেরহুদা, দৌলতপুর, জোড়াদহ, ফলসি ও রঘুনাথপুর ইউনিয়নে ভোট কেন্দ্রে না যেতে বিএনপি নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি ও ভয়ভীতি দেখানো হচ্ছে। বিএনপির পক্ষ থেকে এসব অভিযোগ যথাযথ কর্তৃপক্ষের কাছে জানালেও কোনো ফল হচ্ছে না বলে অভিযোগ করা হয়। সংবাদ সম্মেলনে ঝিনাইদহ জেলা নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছে নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে ভোটের মাঠের পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানানো হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন