শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

মঠবাড়িয়া হাসপাতালে রোগীদের খাবারেও কারসাজি

প্রকাশের সময় : ২৯ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

মঠবাড়িয়া (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা
মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের নি¤œমানের খাবার দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া বিশেষ দিবসে উন্নতমানের খাবার দেয়ার নিয়ম থাকলেও তা দেয়া হচ্ছে না। সেলিম মিয়া নামের স্থানীয় এক সমাজসেবক এ ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রণালয়সহ বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের খাদ্য সরবরাহকারী ঠিকাদার শহিদুল হক রোগীদের মাঝে উন্নত খাবার পরিবেশন না করার খবর পেয়ে সম্প্রতি স্থানীয় সংসদ সদস্য ডা. রুস্তুম আলী ফরাজী হাসপাতাল পরিদর্শন করে সত্যতা পান। পরে তার বিরুদ্ধে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তাকে অভিযোগ দাখিল করতে বলেন। এ ছাড়া ওই ঠিকাদার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী, পহেলা বৈশাখসহ জাতীয় দিবসে উন্নত খাবার পরিবেশন করার লিখিত নির্দেশ থাকা সত্ত্বেও উন্নত খাবার পরিবেশন করছে না। অন্যদিকে ডায়রিয়া বিভাগের রোগীদের মাঝেও পথ্য সরবরাহ নিয়মিত না করে মাঝে মাঝে আংশিক সরবরাহ করা হয়। হাসপাতালে চিকিৎসা নিতে আসা নিলুফা বেগম (২০) জানান, হাসপাতাল থেকে যে খাবার দেয়া হয় তা খেলে রোগীরা আরও অসুস্থ হয়ে পড়ে। সূত্রে যানা যায়, ঠিকাদার শহিদুল হক রোগীদের পথ্য সরবরাহ না করে আরেক ঠিকাদার শাহিন মিয়া কর্তৃক পথ্য সরবরাহ করান। অতিরিক্ত দায়িত্বরত ঠিকাদার শাহিন মিয়া অধিক লাভের আসায় সিডিউল অনুযায়ী খাবার সরবরাহ না করে রোগীদের মাঝে নি¤œমানের খাবার পরিবেশন করে আসছেন। এ ব্যাপারে দায়িত্বে থাকা ঠিকাদার শাহিন মিয়া আনীত অভিযোগ অস্বীকার করে জানান, নিয়মমাফিকই খাবার সরবরাহ করা হচ্ছে। এদিকে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা মাসুমুল হকের সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন