শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

বিমান বাহিনীর মা ইলিশ সংরক্ষণ অভিযান অব্যাহত

বিশেষ সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৫ অক্টোবর, ২০১৮, ১০:৪৪ পিএম

ইলিশ সম্পদ সংরক্ষণে বর্তমান সরকারের গৃহিত বিভিন্ন পদক্ষেপের অংশ হিসেবে ইলিশের প্রধান প্রজনন মৌসুম ৭-২৮ অক্টোবর পর্যন্ত ‘‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০১৮” চলমান রয়েছে।
আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এরই লক্ষ্যে সরকার ইলিশ প্রজনন ক্ষেত্রের ৭ হাজার বর্গকিলোমিটার এলাকা চিহ্নিত করে এসব এলাকায় ইলিশ মাছ শিকার, পরিবহন, মজুদ, বাজারজাত ও কেনা-বেচা নিষিদ্ধ করেছে।
উক্ত অভিযানের অংশ হিসেবে প্রতি বছরের ন্যায় এবছরও অবৈধভাবে ইলিশ আহরণকারীদের অবস্থান চিহ্নিত করণের লক্ষ্যে বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টার কর্তৃক আকাশ হতে সার্বক্ষনিক বিশেষ অপারেশন এবং পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ অভিযান কার্যক্রম আগামী ২৮ অক্টোবর পর্যন্ত অব্যাহত থাকবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন